১৬ই ডিসেম্বর বাঙালির বিজয় দিবস এই দিনে বাঙালি দিবস দিবস লাভ করে পূর্ব পাকিস্তানের সাথে নয় মাস যুদ্ধ করে দুই লক্ষ মা বোনকে নির্যাতিত করে অনেক সাধনার পরে ১৬ই ডিসেম্বর বাঙালি বিজয় দিবস অর্জন করে। বিজয় দিবসের দিনদুলতে যারা শহীদ হয়েছে তাদেরকে স্বরণ করে আমরা বিভিন্ন ফুল দিয়ে তাদের শহীদ বোরন করে থাকি। আমাদের এই দেশে অনেক মানুষ রয়েছেন যারা এখন ও বিজয় দিবসের দিনগুলোর কথা মনে আছে তাদের কাছ থাকে সেই মর্মান্তিক দিনগুলোর কথা তাদের কাছ থেকে শুনা যায়। ১৬ই ডিসেম্বর দিনের সাথে আমাদের অনেকের পরিবারের দাদা বাবা ভাই বোন অনেকেই শহীদ হয়ে লাল সবুজের পতাকা এনে দিয়েছিল। তাদের এসব স্মরণীয় করে তোলতে ডিসেম্বরের ১৬ তারিখ আমরা বিজয় দিবস পালন করে থাকি।
বিজয় মানে আলোর মিছিল অন্ধকারের তারা
বিজয় মানে উত্তাসিত আগামীর স্বপ্নধারা।
বিজয় মানে সবুজ ঘাসের প্রজাপতির উড়াউড়ি,
বিজয় মানে মায়ের কোলের স্বর্গের কাড়াকাড়ি।
বিজয় মানে বাবার শাসন উজ্জল ভবিষ্যৎ
বিজয় মানে শির তুলে দাঁড়ানো উচ্চাশার পথ।
বিজয় মানে ন্যায়ের পথে অবিরাম আন্দোলন,
বিজয় মানে বাংলার বুকে নতুন জাগরণ।
বিজয় মানে ঝড়ের শেষে সোনালী রোদের হাঁসি
বিজয় মানে পুলকের সুরে বেজে উঠা এক বাঁশি।
বিজয় মানে লাল সবুজের সোনার বাংলাদেশ
বিজয় মানে সেরা খ্যাতি সেরা জাতি স্বর্গীয় আবেগ।
মুক্তি সেনার ঋণ
বিজয়ের ছবি আঁকছে খোকন বসে দুপুর বেলা
আঁকা শেষে ও দেখতে বাবে পাড়ার বিজয় মেলা।
মায়ের কাছে সবুজ জামায় দেবে বাবু সাজ
যেভাবে সকালে গেলো স্মৃতিসৌধে আজ।
মা বলেছে একদিন নয় বিজয় প্রতিটা দিন
কখনো ভুলো না তুমি মুক্তি সেনার ঋণ।
১৬ ই ডিসেম্বর
আরেকটা পালক
জানি না কি রং এর
আলতো করে ছুঁয়ে যাক
আরো একবার আরোহন এর পালা
এক ধাপ ওপরে
এখনো ক্লান্ত নই যদিও
উত্তুরে হাওয়া গায়ে লাগলে
এখনো দ্রুতগামী হওয়ার প্রেরণা পাই।
নানা বার্তা তোমাকে দীর্ঘজীবি করে চলেছে
হ্যাঁ আমি দীর্ঘজীবী হতে চাই
ওই দুটো মানুষের জন্য
আর কোহিনূর তুমি তো আছোই।
আজ আরেকটা ১৬ই ডিসেম্বর
বাইশ টা রঙিন মোমবাতি
বেশ ঝলমল করছে।
যদি হেরে যাই
তবে কল্পনায় আমাকে মনে রেখো
যদি বিজয়ী হই
তবে মশালের ন্যায় ফিরে আসব।
কাহিনী গুলো বড়ই কঠিন
মুখের বদলে বুকে বেশি বাঁধে
আমার জীবনী জানলে কোথায়
নিজ ভাবনায় অভিযুক্ত সাজিয়েছ আমাকে!
বিজয় দিবসের পাক হানাদার বাহিনীর সাথে যেমন নয় মাস একটানা যুদ্ধ করে আমরা আমাদের নিজের রক্ত দিয়ে আমাদের এই দেশকে দুর্নীতি একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলেছিলাম আর সেই দিন থেকে আমরা দিনকে স্বরণ করে তাদের আত্ত্বার শান্তি করার জন্য বিভিন্নভাবে দেশের আনাছে কানাছে বিভিন্ন বড় বড় নেতারা বা সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা তাদের জন্য দোয়া করে থাকি। তাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে কোনো রাজাকার বা দুর্নীতি মানুষ নেই এই দেশে লাল সবুজের পতাকা দেশে আমরা আমাদের শহীদ মানুষের কথা স্বরণ করে বাঁচি।
No comments:
Post a Comment