সাকিব খান বর্তমান সময়ে অনেক আলোচিত কারণ তিনি একের প এক বিয়ে করছেন অপু বিশ্বাসকে বিয়ে করার পর ২০১৮ সালে চিত্রনায়িকা শবনম বুবলি নিয়ে করলেন। সেই সময় এই বিষয় নিয়ে সাংবাদিকরা তথ্য নিয়ে সবার সামনে আসলে বিষয়টা তেমন ভাইরাল হয় নাই। কারণ এখন বর্তমান সময়ে সমালোচিত আলোচিত বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব খান তিনি বুবলি সাথে সিনেমা করেন অনেক ভালো ভালো সিনেমা করে জুটি বাঁধেন।
কিন্তু সেই বিষয়টা হচ্ছে সাকিব খান যখন কারো সাথে হিট সিনেমা তৈরি করেন তখন সাকিব খানের টার্গেট থাকে থাকে বিয়ে করে তার সাথে সংসার করা। কারণ যে নায়িকাকে নিয়ে তিনি সিনেমায় কাজ করেন তার একান্ত দায়িত্বে তিনি একের পর এক সিনেমার কাজ করেন শবনম বুবলি সাথে আসলে ২০২০ সালে সাকিব খান আর বুবলি সংসারে ফুটফুটে বাচ্চা আগমণ করে তখন একটি সিনেমায় বুবলিকে প্রেগনেট অবস্থায় দেখা যায় সে সময় এতো আলোচিত হয় নাই।
সাকিব খানের বর্তমান অবস্থাঃ তিনি এখন অনেকটা সমালোচিত পাত্র হয়ে গেছেন কারণ সবাই থাকে নিয়ে রোস্ট ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতেছে সাকিব খানের যে মন মানসিকতা তার ধারণা থাকে যাকে নিয়ে কাজ করবেন থাকে যদি তার কাছে ভালো লাগে তাহলে তিনি থাকে বিয়ের প্রস্তাব গোপনে দিয়ে থাকেন এবং এরপর সে যদি রাজি থাকে তাহলে দুজনের সম্মতিতে বিয়ে হয়ে তারা আমেরিকায় সংসার করেন।
এবার পূজা চেরীকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে সাকিব খান না কি এবার চিত্রনায়িকা পূজা চেরীকে বিয়ে করবেন পূজা চেরী এবং সাকিব খান একই ছবিতে কাজ করছেন এবং পূজা চেরী এখন বর্তমান সময়ে অনেকটা বিখ্যাত নায়িকা কারণ তার মুভির একটিংটা সবার কাছে অতি প্রিয়। আমরা যদি তৃতীয় বিয়ের সুখবর শুনতে চাই তাহলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সেই সাথে পুত্র সন্তানের খবরটা মিডিয়ার সামনে ভবিষ্যতে আসবে সেই অপেক্ষা নিয়ে এখন থেকে মিডিয়ার কিছু লোক সাকিব খান পূজা চেরীকে নিয়ে বেশ জমজমাট এবং মজাদার কারণ তৃতীয় বিয়ে করলে অনেকের মতে হেক্টিক হয়ে যাবে।
তৃতীয় বিয়ে করলেনঃ সাকিব খান বর্তমান সময়ে দেখা যাচ্ছে মিডিয়ার সাংবাদিকদের মতে পূজা চেরীকে বিয়ে করলেন সাকিব খান কিছুদিন আগে না কি শাকিব খান পূজা চেরীকে বিয়ে করে তারা আমেরিকায় জীবন যাপন করছে সাকিব খানের বর্তমান সময়ে কিছুদিন আগে শোনা গেছে বুবলির বিষয়টা তিনি ঠিক একই ভাবে গোপন রেখেছিলেন পরবর্তী সময়ে ফেসবুক পোস্টে বুবলি প্রেগনেটের একটি ছবি শেয়ার করেন তখন থেকে সাংবাদিকের তোমল আলোচনার মধ্যে দিয়ে সেই বিষয়টি প্রকাশ পেয়েছিল।
এখন আবার তৃতীয় বিয়ের কথা শোনা যাচ্ছে পূজা চেরীকে নিয়ে বেশিরভাগ সমর্থকরা বলছে তাদের বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে সাকিব খান তার ফেসবুক পোস্টে বলে দেন থাকে না কি তিনি বিয়ে করেন নাই পূজা চেরীর সাথে সিনেমায় কাজ করেন পারিবারিকভাবে তার সাথে কোনো সম্পর্ক নেই বলে জানান সাকিব খান।
No comments:
Post a Comment