বাংলাদেশে সর্বপ্রথম ৬ লেনের মধুমতি সেতু শুভ উদ্ভোধন। - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

10 October, 2022

বাংলাদেশে সর্বপ্রথম ৬ লেনের মধুমতি সেতু শুভ উদ্ভোধন।

চালু হচ্ছে মধুমতি এবং তৃতীয়  সেতু এ বিষয় নিয়ে জানতে  কখন উদ্ভোধন হবে প্রস্তুতি কেমন হচ্ছে আজ দুপুর ১২ টায় প্রধানমন্ত্রীর ভার্চয়ারি উদ্ভোধন করবেন নড়াইলে মধুমতি যেখানে নদীর তীরে ভেনু দেখে আজ শুভ উদ্ভোধন হতে যাবে এই দুই সেতু। যেখানে আমরা যাতায়াতের সুবিধা মানুষের কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসব সেতুর কাজ করেছে প্রধানমন্ত্রী কারণ তিনি প্রায় সময় সকল জেলাতে অনেক রকম বিভিন্ন পর্যায়ে সেতু নির্মাণের কাজ করে থাকেন। সাধারণ জনগনের সুবিধা করার নেতৃত্বে এসব পরিস্থিতি বজায় রেখে কাজ করে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের মধুমতি সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার ফলে আজ দুপুর ১২ টার সময় মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে শুভ উদ্ভোধন হতে যাচ্ছে।



৬ লেনের সেতু: যেখানে দেশ বরণের বড় বড় নেতারা সেখানে এসে উপস্থিত থাকবেন সকল ধরণের সাজসজ্জার কাজ শেষ এখন শুধুমাত্র উদ্ভোধনের অপেক্ষা এই নড়াইল বাসি এখন পর্যন্ত অপেক্ষায় আছে খান প্রধানমন্ত্রী এসে উদ্ভোধন করবেন। এই সেতুটি কিন্তু বেশ কিছুর কারণে আলাদা সেতুটির দৈর্ঘ্য মাত্র ১৯০ মিটার এই সেতুটি কিন্তু ৬ লেনের দেশের এই প্রথম ৬ লেনের সেতু হতে যাচ্ছে যেই সেতুতে একেবারে দীর্ঘদিনের দ্রুত গতিতে যানবাহন চলাচল করতে পারবে।

 


আবার আমরা  সেতুগুলো দেখি যেসব বড় সেতুগুলো রয়েছে ধীর বহনের যানবাহনের চলাচল করতে দেওয়া হয় না। এখানে কিন্তু সেই ধীর বহনের যানবাহনের রিক্সা মোটরসাইকেল ভ্যান সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। দুই পাশে দুইটা লেন করা হয়েছে এখানে চারটি লেন আছে এর পাশাপাশি এটি মূলত ব্যবহার করা হয়ে থাকে গুরুত্ব কিন্তু রয়েছে। সিলেটের তামাবিল থেকে বনফুল থেকে কলকাতা পর্যন্ত যেতে অনেক সহজ উপায় বের করবে। কারণ অল্প সময়ের মধ্যে আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত খুব অল্প সময়ের ব্যবধানে বিশ্বের যেকোনো পর্যায়ে আসা যাওয়া করতে পারবেন মধুমতি সেতু দিয়ে।



শুভ উদ্ভোধন: শুধুমাত্র কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমপক্ষে ১৫০ কিলোমিটার কমে যাবে এবং ঢাকা থেকে যে দূরত্বগুলো রয়েছে যশোর এর দূরত্ব বলি নড়াইলের দূরত্ব বলি সাতক্ষীরার দূরত্ব বলি খুলনার দূরত্ব বলি বাগেরহাটের দূরত্ব বলি এই সব কয়টির জেলার দূরত্ব কিন্তু অনেক কমে যাবে প্রায় ৯০ থেকে ৯৮ কিলোমিটার এর দূরত্ব কমে যাবে। এর পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে মধুমতি ১৫০ কিলোমিটারের স্পিন তৈরি করা হয়েছে সাধারণ যে সেতুগুলোর স্পিন থাকে তার দৈর্ঘ্য ৪৫ থেকে ৪৮ কিলোমিটার এর একটি কারণ  নিচে যে নদীর প্রভাব ফেলবে থাকে মজবুত করার জন্য এসব কাজ মধুমতি নদীতে করা হয়েছে। 



মধুমতি সেতু উদ্ভধনের কাজে আজ দুপুর মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সেতুর কাজ সম্পূর্ণ করা হবে যাতে করে দেখা যাবে সাধারণ মানুষের মুখে হাসি। আমাদের সবার উচিত দেশের উন্নয়নের কাজের পাশাপাশি সবার একত্রে এসব দিক বিবেচনা করে মানুষের সমস্যা সমাধান করা একটু হলেও তারা যাতায়াত ব্যবস্থা সঠিক পর্যায়ে উপস্থাপন করা হয়। তাই আজ মধুমতি সেতু উদ্ভধনের মানুষের মাঝে ঢল নেমে এসেছে।

No comments:

Post a Comment