বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম ১১১টি দেশের সাথে প্রতিযোগিতা করে তৃতীয় বারের মতো বাংলাদেশের মধ্যে বিশ্ব জয়লাভ করে বাংলাদেশের সুনাম বয়ে আনে। সালেহ আহমদ তাকরিম পড়াশোনায় ছিলেন দুর্বল একজন ছেলে এবং মাঝে মাঝে তিনি হারিয়ে যেতেন এটাও ছিল শিক্ষকদের মুখের কথা কেনো হারাতেন সালেহ আহমদ তাকরিমের শিক্ষক তাকরিমের পিছনে অনেক পরিশ্রম করেন যার বিনিময়ে তিনি আজ বিশ্বের দরবারে বাংলাদেশের মধ্যে কুরআনে হাফিজদের মধ্যে এতো বড় জয় নিয়ে এসেছেন এটা আসলে আমাদের গর্বের বিষয়।
সালেহ আহমদ তাকরিম খুব মিষ্টি একটা ছেলে তার হাসিটা মানুষের কাছে অতি প্রিয় কেননা তিনি হাসতে প্রচুর ভালোবাসেন তারমধ্যে পাওয়া গেছে অনেক কিছু তিনি সারা পৃথিবীর গর্ব কেননা ১১১টি দেশের সাথে লড়াই করে জয়লাভ করা অনেক কঠিন সালেহ আহমদ তাকরিমের কণ্ঠ ছিল অসাধারণ যার বিনিময়ে তিনি তৃতীয় স্থান অধিকারী করেন বাংলাদেশের মধ্যে এইরকম প্রতিযোগিতায় আর কোনো ছেলে এই রকম প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী আর কেউ হতে পারেন নি।
ওস্তাদ থেকে দূরে গিয়ে কান্না করতেন: এখানে ১১১টি দেশ বা রাষ্টের সাথে প্রতিযোগিতা করা আসলে তার পক্ষে অনেক কঠিন ছিল কারণ এখানে সবাই ছিল কুরআনে হাফিজ একেকজন থেকে একেকজনের কুরআন তেলাওয়াত ছিল অনেক মধুর। তাদের সাথে যুদ্ধ করে লাল সবুজের পতাকা জয়লাভ করে আনেন সালেহ আহমদ তাকরিম। তিনি মাদ্রাসায় যখন পড়াশোনা করতেন তখন তিনি সবসময় পালিয়ে থাকতেন ওস্তাদের কাছ থেকে কারণ তিনি দূরে গিয়ে কান্না করতেন সিজদায় পরে আল্লাহর কাছে তখন তার ওস্তাদ বা যিনি মানুষের মতো মানুষ হিসেবে বা কুরআনে হাফিজ বানিয়ে আনেন যার কল্যাণে আজ তিনি বাংলাদেশে সকল মুসলমানদের কাছে সবার প্রিয় হয়ে উঠেন।
ভালো কুরআন তেলাওয়াত করলে হয় না এখানে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় কারণ আল্লাহর কাছে চাইলে কখনো আল্লাহ তার মনের আশা ফিরিয়ে দিবেন না কারণ তিনি যেটা চেয়েছিলেন মহান আল্লাহ তার মনের আশা পূরণ করে দিয়েছেন কারণ এতো অল্প বয়সে তিনি কুরআন শরীফের ৩০ পারা মুখস্ত করে নেন কুরআন শরীফ মুখস্ত করা এতো সহজ নয় মহান আল্লাহ তায়ালার সহযোগিতা প্রয়োজন সালেহ আহমদ তাকরিম বিশ্বের কাছে তিনি সকল মুস্লমানভাইদের সবার কাছে প্রিয় মানুষ হয়ে উঠেন।
কুরআন প্রতিযোগিতায় কতো লক্ষ টাকা পেলেন সালেহ আহমদ তাকরিমঃ সালেহ আহমদ তাকরিমের বাবা একজন হাফিজ ছিলেন পেশায় একজন মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিনী তাকরিম ঢাকায় অবস্থিত মার্কা তোফাইজুল আল কুরআন আল ইসলামের ছাত্র। ২২শে আগস্ট ২০২১ সালে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্ষুদে হাফেজ তাকরিমের বায়তুল মসজিদে নির্বাচনী পরীক্ষা প্রথম স্থান অধিকার করেন।
এবং ইরানের আন্তর্জাতিক কুরআনের হিফজুল প্রতিযোগিতার জন্য বাংল্কাদেশের একমাত্র প্রতিযোগী সালেহ আহমদ তাকরিম নির্বাচিত হন। সালেহ আহমদ তাকরিম মাত্র তেরো বছর বয়সে হাফিজ হয়ে বিশ্বের আন্তর্জাতিক ১১১টি দেশের সকল হাফিজদের সাথে লড়াই করে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন। বাংলাদেশি টাকায় তৃতীয় স্থানের পুরস্কারের মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা।
No comments:
Post a Comment