সিলেটে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

22 September, 2022

সিলেটে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল

সিলেটে উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশে প্রথম ডিজিটাল বাস টার্মিনাল পর্যটন নগরে বিমানবন্দরের মতো অত্যাধনিক সুবিধা নিয়ে সিলেট ক্রেন্দ্রীয় বাস টার্মিনালে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে নতুন এই টার্মিনালে থাকছে এড়াইবার ও দীপকটেক টার্মিনাল ওয়ার্কশপ ইউনিট হসপিটাল বিশ্রামনগর সব ধরণের যাবতীয় সুযোগ সুবিধা। ২০১৯ সালে ফেব্রুয়ারিতে সারি সাত একর জায়গা জুড়ে শুরু হয় সিলেট ক্রেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ কাজ করুনা মহামারীসহ নানা প্রতিকূলতা কাটিয়ে অবশেষে দৃষ্টি নন্দন পেয়েছে নতুন এই বাস টার্মিনাল। 



অত্যাধুনিক ডিজাইনের পাশাপাশি যোগ হচ্ছে নতুন নতুন সুযোগ সুবিধা এড়াইবেল দিপাকশাল হসপিটাল বিভিন্ন ধরণের উন্নত মানের জিনিস রয়েছে যেগুলো এর আগে সিলেটে কখন ও আগে এই রকম কোনো বাস টার্মিনালে ছিল না। তাই আমরা এই আন্তর্জাতিক মানের বিমানবন্দরের মতো নান্দনিক কিছু বা এর চেয়ে বেশি নিয়ম কানুন রয়েছে যা এর আগে কখন ও কোনো বাস টার্মিনালে বাংলাদেশে কোনো জেলায় এই রকম আধুনিক মানের পর্যটন ক্রেন্দ্র আবিষ্কার হয় নি। এই প্রথম শুভ উদ্বোধন হতে যাচ্ছে খুব শীঘ্রই। 




প্রাণের শহর বা বাংলাদেশে দ্বিতীয় লন্ডন এ এই প্রথম বারের মতো বিশাল এক আধুনিক মানের বাস টার্মিনাল এটা সিলেটবাসীর জন্য অনেক বড় একটা পাওয়া। কঠোর নিরাপত্তা মাধ্যমে পুরো এলাকা জুড়ে থাকবে সিসি টিভি ক্যামেরা থাকছে নারী পুরুষসহ বিশেষ চাহিদা সম্পূর্ণ বিশেষ ব্যবস্থা। নারী পুরুষের জন্য আলাদা করে টয়লেটের ব্যবস্থা রয়েছে অনেক নিয়ম রয়েছে এগুলো তাদেরকে মেনে চলতে হবে কারণ বাস টার্মিনালে বিভিন্ন জায়গায় নোটিশ এর ব্যবস্থা এরপর থাকছে নিরাপদ জায়গা যেখানে যাত্রীরা বসে একটু সময় বিশ্রাম নিবে সকল ধরণের কার্যকলাপ তৈরি করা হচ্ছে বাস টার্মিনালে।



বাস টার্মিনাল: বাস টার্মিনাল চালু হলে শৃঙ্খলা ফিরবে তবে পুরোপুরি সুফল পেতে সম্রাসারণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা আন্তর্জাতিক টার্মিনাল করা হয়েছে লোকাল রাস্তা ঘাটের জন্য কোনো টার্মিনাল নেই। জননেত্রী শেখ হাসিনা আমাদের এই প্রকল্পের সিলেটবাসীর দাবি টার্মিনাল সম্পসারনের লক্ষ্য নিয়ে ভবিষৎ এ নতুন ভূমি অধিকার নিয়ে আজকে আমাদের যে অবস্থা আগামী দশ বছর পরে দ্বিগুন হবে বলে মনে করেন সিলেট এর মেয়র। 



সেটাকে সামনে রেখে নির্মাণের পাশাপাশি আধুনিক টার্মিনালে বলা হচ্ছে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে এটি এশিয়ার মধ্যে অন্যতম একটি বাস টার্মিনাল হচ্ছে যেখানে যাত্রীদের পাশাপাশি আধুনিক সুবিধা ভোগ করবে কর্মীক শ্রমিক ভাই বোনেরা তাদের জন্য এই টার্মিনাল করে হচ্ছে। পাশাপাশি এই দৃষ্টি নন্দন সিলেটে পর্যটনে নতুন সম্ভবনা দেখছেন স্থানীয়রা।



সিলেটের বাস টার্মিনাল খরচঃ সিলেটের এই অন্যতম বাস টার্মিনাল মোট খরচ হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে শুরু করে সব ধরণের কাজের মধ্যে স্পেশাল জিনিস দিয়ে তৈরি করে হয়েছে সিলেটের পর্যটন ক্রেন্দ্র বাস টার্মিনাল। বুয়েট থেকে একজন যাদের বিভিন্ন ধরণের কাজের ডিজাইন বা যারা এক্সপার্ট তারা এই বাস টার্মিনালে দায়িত্ব নিতে পারবে। 



সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নতুন ভূমি প্রতিষ্ঠা হবে বলে জানান সিলেটের মেয়র। কেবল বাংলাদেশ নয় বলা হচ্ছে অত্যাধুনিক সকল প্রকার তথ্য প্রযুক্তি ব্যবহার করএ হবে এই বাস টার্মিনালে যাতে ভবিষৎ এ কোনো ধরণের বিপদ না আসে সকল প্রকার প্রযুক্তি দিয়ে তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানের সিলেটের এই বাস টার্মিনাল। 

No comments:

Post a Comment