সমস্ত ঝড় আপনার
জীবন নষ্ট করতে,
আসে না, কিছু কিছু
আপনার পথ পরিষ্কার
করতে আসে।
আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি
তোমার ভালবাসা নিবো বলে দাও তুমি,
কতো ভালোবাসা দেবে আমায়। বিনিময়ে
একটা হৃদয় তোমায় দিবো যা কখনো,
ফিরিয়ে নেবার নয়।
স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে, স্বপ্ন নিয়ে বেঁচে
থাকা অনেক ভালো কারণ.... স্মৃতি মামুষ কে,
কষ্ট দেয়, মানুষ কে কাঁদায়।কিন্তু... স্বপ্ন মানুষ কে নতুন কিছুর আশায় রাখে..
পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত
কষ্ট পাবার জন্যই জন্মায়, টাকা
পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট।
প্রতি রাতেই বলি আর তোমার কথা ভাববো না,
কিন্তু তোমার স্মৃতি ঠিক তোমার কথা মনে করিয়ে দেয়।
জীবন্ত লাশ দেখেছো কোনোদিন?
হ্যাঁ! রোজই দেখি, কোথায়
আয়নার সামনে দাঁড়িয়ে।
রূপে কি আসে যায়?
মনটাই তো আসল!
রূপটাতো আর সারাজীবন
থাকে না, মনটাই থাকে!
এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন
জানিনা যে এই জীবনে, কে হবে আপন
মনের মত চাই তারে, চাই তার মন হবে কি,
তুমি, আমার কাছের একজন।
যদি বিন্যস্ত তুমি হাওয়ার মতো দাদরায় দুলে ওঠো, যদি আচমকা ঝেড়ে ফ্যলো বাকল,উন্মুক্ত
কারো গর্ভাশয়, বিকেলের মৌমাছির কাছে, বলো সুচেতনা, কি বলি তোমায়!
আমি তো ভালোবেসেছিলাম প্রেম
করিনি তাই হয় তো ভালোবাসার,
দাম পেলাম না।
এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন
জানিনা যে এই জীবনে কে হবে আপন, মনের
মত চাই তারে, চাই তার মন হবে কি তুমি, আমার
কাছের একজন।
প্রেমিক যদি হতেই চাও
জেনে তবে নাও, কতটুকু কষ্ট সে
সয়,কতটুকু কষ্ট সে রয়।
একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন
তার সঙ্গে ছেড়ে দেওয়া আরো কঠিন, এবং
তাকে ভুলে যাওয়া অসম্ভব।
এখন আর পুরনো কথা গুলো
মনে পরলে কষ্ট হয়না, হাসি
পায় এটা ভেবে সত্যিই আমি
কতো বোকা ছিলাম।
বর্তমানের প্রেম গুলো দেখতে
কিন্তু দেশ লাগে, জানু দিয়ে শুরু
জানোয়ার দিয়ে শেষ।
আজ যাকে দুর্বল পেয়ে
ঠকিয়ে গেলে!
এমন এক দিন আসতে পারে,
এর চেয়ে বেশি ঠকবে তুমি!
এক বুক সুখ নিয়ে ঘুমিয়ে গেলে নাকি?
আমি বরাবরই তোমার থেকে আলাদা।
এক বুক দুঃখ নিয়ে সারারাত জেগে থাকি।
No comments:
Post a Comment