বাংলা আমার মায়ের বুলি
খোদার প্রিয় দান!
সয়েছি যত ব্যাথা,
ঝড়েছে কত রক্ত?
ভাষার মাঝে বেচে থাকুক
শহিদ ভাইদের ভালবাসার ওয়াক্ত।
ভালবাসি বাংলা, ভালবাসি দেশ।
ভাল থেকো তুমি আমি আশি বেশ,
ভালবাসি কবিতা,ভালবাসি সুর..
কাছে থেকো বন্ধু যেও নাক দূর।
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় বলি কথা,
বাংলা ভাষার অমর্যাদায়
জাগায় প্রাণে কথা৷
ভাষা হলো আত্মার রক্ত যার মধ্যে
চিন্তা- চেতনা বিকাশ লাভ করে এবং
সেগুলো প্রকাশও পায় ভাষারই
মাধ্যম।
জান দিয়েছে দেয়নি তবু
বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি,
এমন ভাষার গান।
বাংলার এই সাহিত্য বাগে
হরেক রকম ফুল,
রবি-মধু- বঙ্কিম-শরৎ
জীবনানন্দ ও নজরুল।
বাংলা গানে রুক্ষ জমি,
চষে গাঁয়ের চাষি।
বাংলা ভাষায় বলতে কথা,
ভীষণ ভালোবাসি।
সামাজের সাথে তাল মিলাতে
আমি আমার মাতৃভাষায়,
কথা বলতে লজ্জা পাইনা..
আমি গর্বিত আমি,
বাংলা ভাষায় কথা বলি।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা ভাষার শান,
বাংলা আমার বাহান্ন
একাত্তরের ঐ গান।
ভাষার জন্য করছি যুদ্ধ,
দিয়েছি কত প্রাণ।
পরিবেশ না থাকলে আমাদের
সমাজেরও কোনো অস্তিত্ব,
থাকনে না।
ভাষা দিবসের শুভেচ্ছা, উক্তি - ২০২২
মোদের গরব,মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে কতই শান্তি ভালবাসা।
No comments:
Post a Comment