দেব পৃথিবীর সব গোলাপ প্রতিদিন,
একটা করে তোমাকে দিয়ে বলি আমি
তোমাকে ভালোবাসি, সব গোলাপ শেষ
হয়ে যাবে, তবুও আমার ভালোবাসা শেষ হবে না। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
তুমি আমার জীবনে এসে আমার,
জীবনকে সার্থক করেছ। আমি
সারাবছর তোমাকে ভালোবেসে কাটাতে চাই।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
দুখের বোঝা আমার ঘারে
চাপিয়ে দিয়ে তুমি যদি সুখী
হতে পারো তবে সুখ থেকো,
আমি তোমার সুখ দেখতে চাই।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
তোমার দেওয়া ভালোবাসার কারণে
আমার জীবন থমকে দাড়িয়েছে,
এমন কথা ছিলো না তবে
কেনো তুমি আমার সাথে এমন করলে?
জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না, তবুও বলবো ভালো থেকো।
ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন
রংধনুর মতো সাত রং এ রাঙিয়ে উঠুক,
তোমার জীবন। দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দূর অজানার দেশে। তোমার জীবন যেনো সুখের সাগরে ভাসে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
নির্জনে বলে আছি একা,
বুঝবে তুমি আমার মনের কথা
ভালোবাসার অপরাধে হয় যদি ফাঁসি,
তবুও বলবো আমি তোমায় ভালোবাসি।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
কেমন থাকব কি বলব জানি না
জানি শুধু তোমায় খুব ভালোবাসি,
আর ভালোবাসব আজীবন। বলতে
পারি না কেমন আছি আরো পারি না
বলতে তোমাকে ও কেমন আছো।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।
No comments:
Post a Comment