১.উপন্যাসঃ বাঁধন হারাঃ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস। বাঁধম হারা নজরুল রচিত বা প্রকাশিত পায়।
২. নাটকঃ কুহেলিকাঃ কুহেলিকা নাটকটি উপন্যাসের চিত্ররূপ ধরে শুরু করে। মোসলেম ভারত পত্রিকায় প্রকাশিত হয়েছে।
৩. প্রবন্ধ গ্রন্থ সমূহঃ গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু ৃমহীয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সল কালে, ঘরে ঘরে তিনি মানুষের জাতি।
বানী কথাঃ আমরা সবাই পাপী , আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।
তর মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,
মোল্ল পুরুত লাগায়েছে তার তার সকল দুয়ারে চাবী।
কোথায় গজনী মামুদ, কোথায় কালাপাহাড়? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া যায়।
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চলো হাতুড়ি শাবল চালা!"
No comments:
Post a Comment