বাংলাদেশ এ প্রথম ব্যাট করতে নেমে তাড়াতাড়ি উইকেট পড়ে যায় এবং লিটন আর মুশফিক ব্যাটিং এ থাকা অবস্থায় কিছুটা হতাশা থেকে বেচে যায়। তারপর তারা দুইজন ভালো একটা পার্টনারশিপ করে। বাংলাদেশের সর্মথকরা লিটন আর মুশফিককে সার্পোট করায় লিটন দাস ভালো ইনিংস উপহার দেয়।
মুশফিক তাকে সার্পোট করায় লিটন দাস ১০০ তোলে নেয় সহজে, লিটন দাসের ১০০ তে বাংলাদেশ দল ভালো একটা টার্গেট এ চলে যাবে। প্রথম ইনিংস এ বাংলাদেশ দল সংগ্রহ করে ২৩৪/৫। লিটন দাস এর ১০০ তে আর মুশফিক তার ব্যাট থেকে আসে ৯১ রান। পরের দিন সকালে মুশফিক আর লিটন দাস ব্যাটিং এ আসার পর তারা দ্রুত আউট হয়ে সাঁজঘরে ফিরেন লিটন দাস এবং মুশফিক। তারপর যারা ব্যাটিং এ আসেন তারা তেমন রান সংগ্রহ করতে পারেন নি। ২য় ইনিংস এ বাংলাদেশ দল সংগ্রহ করে ৩২৮/১০।
No comments:
Post a Comment