তারিখ-২১.১০.২০২১
সিলেট
প্রিয় জামাল,
আমার প্রীতি ও শুভেচ্ছা নিও।অনেকদিন পর আজ তোমার একখানা পত্র পেলাম।তোমার জীবনের না ভোলা স্বরণীয় কাহিনী পড়ে আমার খুব ভাল লেগেছে। এ কথা মনে রাখা দরকার, তোমার নিজের জন্য ভবিষ্যৎ জীবন সে সাথে ছোট ভাই -বোনদের জীবন পরিচালনা ও জীবন গঠনের একমাত্র গুরুদায়িত্ব এখন শুধুই তোমার।
আমার এখন পড়া- লেখার তেমন কোনো চাপ নেই। হাতে অনেক সময়।কোন কাজ নেই বললেই চলে।তাই, সময় কাটাব কী করে তা পরিকল্পনা করেছি। আমার এ পরিকল্পনা কেমন হয়েছে তা জানিয়ে অবশ্যই লিখবে কিন্তু। আসলে ওর জীবনটাই সত্তি একটা বিরাট প্রশ্নবোধক বটে। এ খবর শুনে তোর কেমন লাগছে তা জানিয়ে আমাকে পরবর্তী চিঠি লিখবে আশা করি। আর কি_ তোর আব্বা আম্মাকে আমার সালাল ও পিচ্চি ভাইয়ার জন্য প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজ এখানেই শেষ টানলাম।
ইতি_
তোর বন্ধু
তারেক
No comments:
Post a Comment