মইনুল ইসলাম মিশুক,
কুমিল্লার হোমনায় এক সপ্তাহের ব্যবধানে আবারও লক্ষাধিক টাকার কারেন্ট ও ম্যাজিক জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দেশীয় নানা প্রজাতির মাছের পোনা নিধনের অভিযোগে বুধবার বিকেলে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর ও দড়িচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
আলীপুর ও দড়িচর এলাকার খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬টি ম্যাজিক এবং ৮টি কারেন্ট জালসহ মোট দুই হাজার আট শ’ ফিট জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পোড়ানো হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর ও আলীপুর এলাকার খাল, বিল ও উম্মুক্ত জলাশয় থেকে ডুবন্ত অবস্থায় দুই হাজার আট শ ফুট অবৈধ ম্যাজিক এবং কারেন্ট জাল জব্দপূর্বক জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। জালগুলোর মূল্য লক্ষাধিক টাকা হবে।
Good job
ReplyDelete