মোঃ সৈকত হোসেন, চাঁদপুর শাহরাস্তিত;
আজ(১০-০৮-২০২১ ইং) বাদ যোহর গাউছিয়া কমিটি বাংলাদেশ, শাহরাস্তি উপজেলার কাফন-দাফন মানবিক টিম (শাহরাস্তি উত্তর)'র নেতৃত্বে ও কচুয়া উপজেলার কাফন দাফন মানবিক টিমের ব্যবস্থাপনায় কচুয়া কৈটবা গ্রামের করোনা পজেটিভ হয়ে মৃত্যুবরণকারী সালেহা বেগমের(৬০) জানাজা-দাফন সম্পন্ন হয়েছে।
চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার কৈটবা গ্রামের মোঃ শহীদ উল্লাহ'র স্ত্রী সালেহা বেগম(৬০) ঢাকা কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তাঁর দাফনের সহায়তা দেওয়া জন্য গাউছিয়া কমিটিকে আহ্বান করা হলে গাউছিয়া কমিটির শাহরাস্তি উপজেলার(শাহরাস্তি উত্তর টিম) কাফন-দাফন মানবিক টিমের নেতৃত্বে এবং কচুয়া উপজেলা গাউছিয়া কমিটির ব্যবস্থাপনায় মরহুমার দাফন সম্পন্ন করা হয়েছে। এতে কচুয়া উপজেলার গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। আর এই মানবতার কাজকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।
No comments:
Post a Comment