গাউছিয়ানদের কাঁধে চড়ে অন্তিম যাত্রায় শাহরাস্তির হাবিব উল্লাহ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

10 August, 2021

গাউছিয়ানদের কাঁধে চড়ে অন্তিম যাত্রায় শাহরাস্তির হাবিব উল্লাহ

মোঃ সৈকত হোসেন,চাঁদপুর, শাহরাস্তিত;


 চাঁদপুর, শাহরাস্তিতে গাউছিয়া কমিটির কাফন-দাফন মানবিক টিম(শাহরাস্তি উত্তর টিম)'র কাজ অব্যহত।

গতকাল (০৯-০৮-২০২১ইং) শাহরাস্তি উপজেলাধীন টামটা উঃ ইউনিয়নের ঢুশুয়া উত্তর পাড়া মিয়াজি বাড়ির মৃত সাঈদ আলীর ছেলে মোঃ হাবিব উল্লাহ(৭২) করোনা পজেটিভ হয়ে ওয়ারুক মেডিল্যাব হাসপাতালে ইন্তেকাল করেছেন।


তাঁর কাফন দাফন এর সহায়তা দিয়েছে গাউছিয়া কমিটি বাংলাদেশ, শাহরাস্তি উপজেলার কাফন-দাফন মানবিক টিম (শাহরাস্তি উত্তর টিম)


শোকের ছায়া চারপাশে, আর বাতাসে করোনা রোগীদের আর্তনাদ! প্রতিটি হাসপাতালে করোনা রোগী দিয়ে ঠাসা। আর সেই রোগীদের কেউ কেউ হঠাৎ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এই হলো বাংলাদেশ তথা চাঁদপুর শাহরাস্তির পরিস্থিতি। তারপরও মানুষের মাঝে চরম আকারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত! মানুষ সতর্ক হবার চেয়ে আতঙ্কিত, কিন্তু আতঙ্ক দিয়ে কোন কিছু আদৌও সম্ভব নয়। তাই আসুন আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করি। মহান আল্লাহর উপর ভরসা রাখি।

#StayAtHomeStaySafe

No comments:

Post a Comment