কুমিল্লার হোমনায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

18 May, 2021

কুমিল্লার হোমনায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু


 মইনুল ইসলাম মিশুক, হোমনা : 

কুমিল্লার হোমনায় মাঠে চড়ানো গরু আনতে গিয়ে বৈশাখের শেষে বজ্রসহ কালবৈশাখীর ঝড়ে বজ্রপাতে প্রাণ হারালো এক যুবক। 


বজ্রপাতে নিহত যুবক মো. মোমেন (৩৫) উপজেলার চান্দেরচর ইউনিয়নের সীতারামপুর গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে।


মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল বাশার মোল্লা জানান,  বিকেলে আকাশ কালো হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। 


ওই সময় বাড়ির পার্শ্ববর্তী জমিতে ঘাস খাওয়ার জন্য গরু চড়ানো ছিল তার। সেই গরু আনতে গিয়েই বজ্রাপাতে মারা যান মোমেন।


হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি শূনেছেন বলে জানান।

হোমনায় একজন সহ নেত্রকোনায় পাঁচ জন নিয়ে সারাদেশে মোট আট জনের মৃত্যু হয়েছে আজ বজ্রপাতে।

No comments:

Post a Comment