নিম্ন আয়ের পেশাজীবীদের মাঝে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ইফতার বিতরণ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

09 May, 2021

নিম্ন আয়ের পেশাজীবীদের মাঝে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ইফতার বিতরণ



স্টাফ রিপোর্টার, 


সিরাজগঞ্জ শহরের বি এ কলেজ রোডস্থ নিম্ন আয়ের রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখা। 


রোববার (০৯ মে) বিকেলে শহরের বি এ কলেজের পার্শ্ববর্তী এলাকায় নিম্ন আয়ের শতাধিক রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এ সংগঠনটি। 


বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে সংগঠনের নেতাকর্মীরা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন। 


এ সময় সংগঠনের সভাপতি আশিক আহমেদ ও সাধারণ সম্পাদক সিদ্দিকুল আওয়ালীন অমিয় বলেন, বৈশ্বিক এই মহামারীর সময় খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখা বদ্ধ পরিকর। পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণির মানুষদেরকেও এই সময় পাশে থেকে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। 


এসময় সংগঠনের সভাপতি আশিক আহমেদ আরও বলেন, রমজান এর প্রথম থেকেই নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এই ধারাবাহিকতা অব্যাহত ছিলো রমজান মাস শেষ পর্যন্ত চলবে।

No comments:

Post a Comment