মোবাইলে আসা প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা চুরির অভিযোগ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

09 May, 2021

মোবাইলে আসা প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা চুরির অভিযোগ


 মইনুল ইসলাম মিশুক; হোমনা প্রতিনিধি:

করোনাকালীন সময়ে ঈদ উপহার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ব্যাংকিং রকেট ২৫১৫টাকা অনুদান দেয়। সেই টাকা উত্তোলনের জন্য ১১৫ টাকা খরচ নেয় অসাধু ব্যবসায়ীরা। ২৫১৫টাকা ক্যাশ আউট করলে কিভাবে ১১৫টাকা খরচ হয় ।

কয়েক জন অনুদান পাওয়া গ্রাহকের সাথে কথা বলে জানা গেছে তাদের কাছ থেকে ২৫১৫টাকা তুললে ১১৫টাকা খরচ নিয়ে ২৪০০টাকা দেয় এবং আরেকটি বড় অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সেটি হলো যারা অনুদান পেয়েছে অনেকেই বুঝে না তখন মোবাইল নিয়ে দোকানে এলে তারা বলে টাকা আসেনি কিন্তু সেই টাকা দোকানীরা ক্যাশ আউট করে নেয়। এদিকে গতবছর যারা এই অর্থের অনুদান পেয়েছে তাঁরা এবছরও অনুদান পেয়েছে কিন্তু যারা বুঝতে না পারে তাদের টাকা দোকনীরা চুরি করে উত্তোলন করে নেয়। এখানে অনুদান এসেছে ২৫১৫ টাকা করে এই টাকা উত্তোলন করলে খরচ হয় মাত্র ১৫ টাকা। খরচের ১৫টাকাও অনুদানের সাথে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু অসাধু ব্যবসায়ীরা নিচ্ছে ১১৫টাকা খরচ। এই অনৈতিক বিষয়টি হোমনা প্রশাসনের নজর দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

No comments:

Post a Comment