রাজধানী সহ সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

13 May, 2021

রাজধানী সহ সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন


এম.কে.জামান সুমনঃ ঢাকা,


আজ পহেলা শাওয়াল । পবিত্র ঈদ উল ফিতর । সেই সাথে পবিত্র জুমা বার । দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করছেন আজকের দিনটি ।

 রাজধানীতে পবিত্র ইদ উল ফিতর এর প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ সকাল ৭ টায়।  সকাল সকাল মসজিদ মুসুল্লিদের উপস্থিতি কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। ১ম জামায়াতে প্রায় ৫০,০০০ মুসুল্লি অংশ নেন। 

পরবর্তীতে আরো চারটি জামায়াত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০.৪৫মিঃ। প্রথম জামায়াতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান । 

নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহর সমৃদ্ধি, শান্তি কামনা ও মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয় । নামাজ শেষে বের হয়ে অনেকে অসহায় গরীবদের সাধ্য অনুযায়ী দান করেছেন । 

কেউ বা ছুটে গেছেন তাদের প্রিয় মানুষের কবর যিয়ারত করতে । করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের সিদ্ধান্তের আলোকে এবার ঈদগাহ সহ খোলা জায়গার পরিবর্তে মসজিদে ঈদের জামাত সমূহ অনুষ্ঠিত হয় এবং সকল মুসুল্লিদের কোলাকুলি ও হাত মিলানো থেকে বিরত থাকতে বলেন । 

মুসুল্লিদের সাথে নামাজ আদায় করেন ঢাকা দঃ সিটি করপোরেশন এর মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক সহ বিশিষ্টজন।

করোনা পরিস্থিতির কারণে সব কিছু চলছে সীমিত আকারে । ঢাকা মহানগর অনেকটাই ফাঁকা। অনেকেই গ্রামের বাড়ী যেতে পারেননি । তাই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে নানা বয়সী মানুষ ছুটছে তাদের প্রিয়জন, আত্মীয়-স্বজনদের বাসায়। কেউবা মহল্লার পড়সীদের বাসায়, কেউ কেউ রিক্সা নিয়ে বের হচ্ছেন, কেউ বা নিজের প্রাইভেট গাড়ী নিয়ে বের হয়েছেন ।

 বাসায় বাসায় সেমাই, ফিরনী, পোলাও কোর্মা, গোস্ত, বিরিয়ানী, নুডুলস, কাবাব, হালীম সহ নানা খাবারের আয়োজন । কেননা এক বছর পর আবার ফিরে আসবে মাহে রামাদান। আবারও শুরু হলো রমজানের পূর্বের চির চেনা রুপে রাজধানী ঢাকা শহর ।

No comments:

Post a Comment