
মইনুল ইসলাম মিশুক, হোমনা প্রতিনিধি;
বাংলাদেশ বার্তা দুবাই প্রতিনিধি, কুমিল্লার হোমনা-তিতাস উপজেলার কৃর্তি সন্তান-দুবাই আওয়ামী যুব লীগ’র নেতা, দুবাই মাসরিক ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ বার্তার দুবাই প্রতিনিধি এবং কুমিল্লা২৪ টিভির আন্তর্জাতিক প্রতিনিধি তোফাজ্জল হোসেন গুরুতর অসুস্থ।
ব্যাকবোন এর সমস্যা নিয়ে তিনি বর্তমানে দুবাই এর আস্টার মেডিক্যাল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্যাকবোন নিউরো সার্জিক্যাল অপারেশন এর শেষে আরোগ্য লাভ ও সুস্থতার জন্য
হোমনা তিতাস উপজেলাবাসীসহ দেশবাসীর নিকট তোফাজ্জল হোসেন ও তার পরিবার দোয়া চেয়েছেন।
No comments:
Post a Comment