ইসরাইল বিরোধী মানববন্ধন করেন চাঁদপুর শাহরাস্তি গেট দোয়াভাঙ্গার সামাজিক সংগঠন এলিট সোসাইটি - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

21 May, 2021

ইসরাইল বিরোধী মানববন্ধন করেন চাঁদপুর শাহরাস্তি গেট দোয়াভাঙ্গার সামাজিক সংগঠন এলিট সোসাইটি


 

মোহাম্মদ সাখাওয়াত, প্রতিনিধি,শাহরাস্তি চাঁদপুর ;


চাঁদপুর শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা ইসরাইল-বিরোধী বিশাল মানববন্ধনে জন সাধারন কে নিয়ে  এলিট সোসাইটি  এক বিশাল মানববন্ধন করেন এতে বক্তারা তুলে ধরেন যে ইসরাইল কোন রাষ্ট্র নয় আর ইসরাইলের সন্ত্রাসী হামলা  ফিলিস্তিনের উপর করায় বাংলাদেশের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই

সাথে সাথে বাংলাদেশ এর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য এবং ফিলিস্তিনের মানুষের পাশে থাকবেন বলে আশা দেওয়ায় এলিট সোসাইটি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান পাশাপাশি এই ভাবে সকল মুসলিম উম্মাহ পাশে থাকবেন বলে আশা ব্যার্থ করেন সংগঠন এর নেতারা এবং ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য জাতিসংঘ কে আহ্বান জানানো হয়। সাথে সাথে বক্তারা আরো বলেন সকল মুসলিম উম্মাহকে  এক হওয়ার জন্য আহ্বান করেন সকল মুসলমান এক হলে ইসরাইল যে হামলা চালিয়েছেন ফিলিস্তিনিদের উপর মুসলিম উম্মাহ এক হলে এ ধরনের সন্ত্রাসী হামলার করতে তারা আর কখনো সাহস করবে না মনে করেন মুসলিম উম্মাহ। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন পুলিশের কর্মকর্তা গন এবং জন সাধারন দূর দুরান্ত থেকে আগাত মুসলমান ভাইগন আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুস্তাফিজর রহমান নোমান সাধারন সম্পাদক জাবের মাহমুদ সংগঠন এর সকল নেতা কর্মী নাজমুল,শরিফুক ইসলাম মনা রাসেল, সিহাব,সুজন, সাখাওয়াত, জহির,তিশা, জাফর,হাবিব,রায়হান উক্ত মানববন্ধন এর মোনাজাতের মাধ্যমে শেষ করে মাওলানা রিয়াদ হোসেন চাঁদপুরী।

No comments:

Post a Comment