
মনিরুজ্জামান, হোমনা প্রতিনিধি : হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের, জয়নগর গ্রামে সরকারী খাস ভূমি (ডোবা) টি পানি সেচের মাধ্যমে মাছ ধরার ব্যবস্থা করেন হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসার। ১৫/০২/২০২০ ইং সোমবার সকাল ১০ ঘঠিকায় উপজেলা মৎস অফিসার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা , অত্র এলাকার স্থানীয় বর্তমান মেম্বারসহ আরও অনেক লোকের উপস্থিতে সরকারী ভূমির মাছ দরার উদ্দ্যেশে পানি সেচার জন্য ২টি মেশিন বসায়।
মেশিনটি ৬ ঘন্টা চলার পর অত্র এলাকার কয়েকটি মামলার আসামী মোঃ এরশাদ সরকারী সেচ মিশিনটি, বন্ধ করে দিয়ে যায় । তৎসময়ে মিশিনের চালক তার প্রানের বয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় বর্তমান মেম্বার কে যানায়। মেম্বার তার ঊর্ধতন কর্মকর্তা চেয়ারম্যান, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানান। সময়ের স্বল্পতার কারনে আগামীকাল এসে সমাধান করবে বলে জানান। শুধু তাই নয় সে প্রকাশ্যে দা চুরি ইত্যাদি যন্ত্রপাতি নিয়ে চলাফেরা করে। যে কোন সময় যেকোন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানীয় জনগন আসঙ্খা প্রকাশ করেন।
শুধু তাই নয় এ বিষয়ে অত্র এলাকার স্থানীয় একজন সংবাদ প্রতিনিধির কাছে দুই লক্ষ টাকা চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নাম না প্রকাশ করতে আপত্তি করে স্থানীয় দু জন লোক মোঃ এরশাদ এর বিষয়টি সত্যতা প্রকাশ করেন। এ বিষয়ে থানায় একটি মামলা হবে বলে স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান।
No comments:
Post a Comment