মোঃ সাইফুল ইসলাম কুমিল্লা জেলা প্রতিনিধি--
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে সন্ত্রাসী হামলা চালিয়ে এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও তার ছেলেকে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে মুক্তিযোদ্ধার পরিবার। আহত মা ছেলে বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই (৮নং ওয়াড) গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ আলম ভূইয়ার স্ত্রী পারভীন আক্তার ও তার ছেলে মাজেদুল ইসলাম ভূইয়া।
এ ব্যাপারে আহত পারভীন আক্তার জানান, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আমাদের একই এলাকার নায়েব আলীর ছেলে মিজান, মিজানের ছেলে শৈকত ও সজল, ধনু মিয়ার ছেলে নসু মিয়া, নজরুল ইসলামের ছেলে সবুর খান, ওহাব আলীর ছেলে শানু মিয়া, সবুর খানের ছেলে রাব্বী, আক্কাস আলীর ছেলে তুফায়েল গংরা পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়িতে এসে বিভিন্ন অশালীন ভাষায় গালমন্দ করে। এসময় আমার ছেলে মাজেদুল ইসলাম ভূইয়া প্রতিবাদ করলে তারা আমার ছেলেকে তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে গুরত্বর আহত করে। এ অবস্থায় আমি আমার ছেলেকে বাঁচাতে গেলে হামলাকারীরা আমাকেও একই ভাবে মারধর করে আহত করে। পরে আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী আমাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আমরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় আমার ছেলে রিগান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে ।
No comments:
Post a Comment