মইনুল ইসলাম, হোমনা, কুমিল্লা:
পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে সংঘাত শুরু হয় । বর্তমান ইউপি চেয়ারম্যান আব্বাছি গ্রুপের সংঙ্গে আওয়ামীলীগ কর্মী সিরাজুল ইসলামের বড় ভাই ছালাম গ্রুপের সাথে সংঘর্ষ লাগে অনুমানিক গতকাল সন্ধ্যা ৭.০০ টার সময়। এক পর্যায়ে চেয়ারম্যান আব্বাসী গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দা,টেডা ইত্যাদি অস্ত্র-শস্ত্র দিয়ে ছালাম গ্রুপের লোকজনের মধ্যে এলোপাথাড়ি কোপা কুপি শুরু হয়, এসময় ঘটনাস্থলে ছালামের স্ত্রী'র গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় ছালাম গ্রুপের আরো দুই জনকে ঢাকা রেফার করা হয়। ঘটনার সত্যতা প্রকাশ করেন মেঘনা থানার ওসি। ওসি আরো বলেন ঐ মূহুর্তে ঘটনাস্থল নিয়ন্ত্রণ করেন । পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার জনাব ফারুক হোসেন পিপিএম ( বার) মহোদয়ের দিকনির্দেশনায় হোমনা সার্কেল এএসপি মোঃ ফজলুল করিমের নেতৃত্বে অফিসার ইনচার্জ মেঘনা থানা, অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থল ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাসী এবং তার ভাই খোকন আব্বাসী, ইমরান হোসেন টিটু, ইয়ার আব্বাসীদের বাড়িতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে নিম্নে বর্ণিত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১। কান্তা- বাশ ছাড়া ৬৭ টি.
২। বড় ছোড়া ৯ টি
৩।ছোট ছোড়া ৭ টি
৪। ধামা ৪ টি
৫।চায়না চাপাতি ৬ টি
৬। কুড়াল ২ টি
৭। বাশ সহ কান্তা ১০৬ টি.
৮। টেটা ১২ টি
৯। রড-০২টি
No comments:
Post a Comment