শাহরাস্তি পৌরসভা ছাত্রদলে নতুন কমিটি গঠিত হয় - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

24 January, 2021

শাহরাস্তি পৌরসভা ছাত্রদলে নতুন কমিটি গঠিত হয়


শাহরাস্তি পৌরসভা শাখার আহবায়ক কমিটি  গঠিত হয়

এতে আহবায়ক করার হয় শাহরাস্তি ৬নং ওয়ার্ড এর মাহজারুল ইসলাম জুয়েলকে

এবং যুগ্ম আহবায়ক করা হয় ফিরোজ হাসান রাফি,তারেক হোসেন,মোহাম্মাদ সালাউদ্দিন,ইমাম হোসেন,মোঃরাজু,ইকবাল হোসেন,রাসেল হোসেন,কাজী তানভীর, মেহেদি হাসান,ফরহাদ হোসেন কে এবং সদস্য সচিব করা হয় তানভীর হাসান সোলেমান কে এবং সদস্য হিসাবে রাখা হয় মোঃআবু ইউসুফ শাওন,নুরুন্নবি

জাহেদ হাসান,পারভেজ হোসেন আইমান হোসেন,ও ফরহাদ হোসেন কে তাদের কে আহবায়ক কমিটি ৬০দিনে মেয়াদে করা হয়েছে এই ৬০দিনে প্রতিটি ওয়ার্ড কমিটি করে কাউন্সিলের মাধ্যমে পৌরসভা শাখার পুর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানা যায়, নবগঠিত শাহরাস্তি ছাত্রদলের সদস্য সচিব করার মোঃতানভীর হাসান সোলেমান মোঃইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইকে শুভেচ্ছা জানান।

No comments:

Post a Comment