মোঃ সাইফুল ইসলাম ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা দক্ষিণ শিদলাই মদিনাতুল ঈমান মডেল মাদ্রাসার হিফজুল কুরআন ও ইয়াতিমখানা শাখার মঙ্গলবার সকালে শুভ উদ্বোধন করা হয়।নন্দনপুর দরবার শরিফের গদিনিশিন পীর শাহ সুফি হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ মিরান আল ক্বাদেরী সাহেবের শুভ আগমনে সভাপতিত্ব করেন হাজী মোঃআবুল কাশেম মুন্সি সাহেব, সহ-সভাপতি ছিলেন মোঃআবুল হাশেম মাস্টার সাহেব,ও মোঃমুখলেছুর রহমান আর্মি, পরিচালনায় ছিলেন মাওলানা মুফতি মুহাম্মদ সোহরাব হোসাইন সাইফী (প্রধান শিক্ষক অএ মাদ্রাসা) মিলাদ পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন ফারুকী(পরিচালক অএ মাদ্রাসা) ও মাওলানা মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী (সহকারী প্রধান অএ মাদ্রাসা),মাওলানা ছামিউল বাছির,হাফেজ মুবারক উল্লাহ, এসময়ে আরো উপস্থিত নাছির উদ্দীন সরদার, মোঃমনিরুল আলম মাস্টার সাহেব,মোঃলতিফ মাস্টার সাহেব, মোঃমুখলেছুর রহমান,মোঃরুক মিয়া বেপারী,মোঃআল-মামুন প্রমুখসহ আরো এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন
No comments:
Post a Comment