গাংনাই নদীর তীর থেকে মাদ্রাসার শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার। - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

17 January, 2021

গাংনাই নদীর তীর থেকে মাদ্রাসার শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার।



মাহদী হাসান মুন, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীর লাশ গাংনাই নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যাকরে নদীতে ফেলা দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলতলী হাফেজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র স্বাধীন (৮) মাদ্রাসায় আসাবিক হিসাবে লেখাপড়া করে। আজ সকাল ৯টায় স্থানীয় লোকজন ঈদগাহ মাঠ সংলগ্ন পার্শ্বে গাংনাই নদীর তীরে মৃত দেহ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ও থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ নিহতর লাশ মর্গে প্রেরণ করে। নিহত স্বাধীন শিবগঞ্জ উপজেলার পূর্বজাহাঙ্গীরাবাদ মাঝপাড়া গ্রামের শাহ আলম এর ছেলে। এব্যাপারে মাদ্রাসার মুহতামিম শহিদুল ইসলাম বলেন, স্বাধীন গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। সকালে তার লাশ মাদ্রাসার পার্শ্বে গাংনাই নদীর তীরে পাওয়া যায়।

এলাকাবাসীর দাবি স্বাধীন হত্যার সঠিক বিচার চায়।এবং মাদ্রাসা কর্তৃপক্ষ অবহেলার কারণে উক্ত ঘটনা ঘটেছে বলে অনেকেই জানায়। সকলের দাবি প্রকৃত দোষীকে আইনের আওতায় নিয়ে আসার শাস্তি দেওয়া হোক।

এব্যাপারে নিহতর চাচা মইনুল হক বলেন, স্বাধীন নিখোঁজ রয়েছে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে জানাইনি। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এ শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment