চাকলমা পূর্বপাড়া বায়তুল সালাহ্ জামে মসজিদের ভিত্তি স্থাপন - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

11 December, 2020

চাকলমা পূর্বপাড়া বায়তুল সালাহ্ জামে মসজিদের ভিত্তি স্থাপন


মাহদী হাসান মুন, বগুড়া প্রতিনিধিঃ


বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়।


আজ পবিত্র জুম্মাবারে পবিত্রি জুম্মার নামাজ পর চাকলমা পূর্বপাড়া বায়তুল সালাহ্ জামে মসজিদের ভিত্তি স্থাপন করেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ আহসান হাবিব সবুজ।


সেখানে আরও উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছার রহমান। 


আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী ও মোকামতলা ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ এনামুল হক ব্যাপারী।


আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী ও বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ।


এছাড়া আরও বিশিষ্ট্য ব্যাক্তিবর্গ সহ মুসাল্লিবৃন্দ। 

No comments:

Post a Comment