মাহদী হাসান মুন,(বগুড়া) প্রতিনিধিঃ
করোনার ২য় ঢেউ মোকাবেলার লক্ষে বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রোববার উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া বন্দরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মৌলি মন্ডল।
এ সময় তিনি সচেতনতা মূলক নির্দেশনা প্রদান করেন এবং মাস্ক না থাকার অপরাধে গুজিয়া বন্দরের এক বেকারি ব্যবসায়ীর দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
এছাড়াও শিবগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট, মিল্কিপুর (পাগলাপাড়), নয়াআনা মাঝপাড়া গ্রামের চকগোপাল, এবং গুজিয়া বন্দরের জিরো পয়েন্টে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম গুড়িয়ে দেন। বালু উত্তোলনের স্থানে কেউ না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মৌলি মন্ডল জানান, অবৈধ বালু মহল ও উত্তোলনের বিরুদ্ধে ও করোনার ২য় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধানের ক্ষেত্রে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment