অপরাধ নিয়ন্ত্রণ সভা অক্টোবর -২০২০ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

05 November, 2020

অপরাধ নিয়ন্ত্রণ সভা অক্টোবর -২০২০



মইনুল ইসলাম মিশুক, হোমনা, কুমিল্লা:

কুমিল্লার হোমনা উপজেলায় হোমনা -মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমের নিজ উদ্যোগে আজ বৃহস্পতিবার হোমনা থানার অডিটোরিয়ামে‌ অপরাধ নিয়ন্ত্রণ সভা অনুষ্ঠিত হয়।

সমসাময়িক ঘটনা ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে হোমনা-মেঘনা থানার অফিসারদের মাঝে দিক নির্দেশনা প্রদান। সেইসাথে বেস্ট অফিসার হোমনা থানার এস আই মোঃ শামীম সরকার, এএসআই মোঃ মোরশেদুল ইসলাম এবং মেঘনা থানার এসআই মোঃ আব্দুস সাত্তার, এএসআই মোঃ সাজ্জাদ হোসেন ও করোনাকালীন সক্রিয় দায়িত্বপালনের জন্য হোমনা থানার এএসআই পলাশ চন্দ্র বর্মনকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় হোমনা- মেঘনা থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক তদন্ত উপস্থিত ছিলেন।

77 comments: