ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ও ফ্রান্সের বিরুদ্ধে শাহরাস্তিতে এক বিশাল জশনে জুলুস ও মানববন্ধন পালিত হয় - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

01 November, 2020

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ও ফ্রান্সের বিরুদ্ধে শাহরাস্তিতে এক বিশাল জশনে জুলুস ও মানববন্ধন পালিত হয়


মোঃসাখাওয়াত হোসাইন

থানা প্রতিনিধি শাহরাস্তি চাঁদপুর


 ১২রবিউল আউয়ালে প্রিয় নবিজির আগমন দিন উপলক্ষে আজ শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা বাজার থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে হাজারো মানুষ নিয়ে পালিত হয় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ)র‍্যাল্যি ও ফ্রান্স বিরুদ্ধে শ্লোগান দেন সকল নেতা কর্মী ও সাধারন জনগন এবং সকলে দাবি এই পবিত্র মাসে রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে যে কাটুন বানিয়ে বেঙ্গ করেন ফ্রান্স এর প্রেসিডেন্ট তার ছবি উপরে জুতা দিয়ে তারা তাকে সাবধান করেন এবং ক্ষমা চাওয়ার কথা বলেন যদি ক্ষমা না চায় তাহলে তারা বাংলাদেশে ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে বলে জানান।।তাদের এই জুলুসে নবিজির আগমনের দিন তারা কোরান তেলওয়া দিয়ে শুরু করেন এবং বক্তব্য রাখেন অনুষ্ঠানের নেতা কর্মীগন তারা বলেন প্রতি বছর এই মাসে সকল মুসলিম এক হয়ে ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন করতে তাহলে এই মুসলিম জাতি বীরের মত আবারো দেশ কে সুন্দর করে গড়ে তুলতে পারবে কারন আমাদের নবিজি আমাদের জন্য রহমত ও আমাদের সঠিক পথ পরিচালক হিসাবে আল্লাহ আমাদের কাছে উনাকে পাঠিয়েছেন তা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য এবং বিশ্ব বাসির জন্য দোয়ার মাধ্যমে শেষ করেন।এতে সভাপতি হিসাবে উপস্থিত থাকেন শাহরাস্তি আহলে সুন্নাত ওয়াল জামাতে সভাপতি অধ্যক্ষ এম এ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক ডা.জালাল উদ্দিন কাসেমী,যুবসেনার সাবেক সভাপতি হাসান জুলহাস ও বর্তমান সভাপতি হযরত মাওলানা মামুনুর রশিদ আল আহাজারি এবং তার সহযোগি নেতা কর্মীগন,আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি থানা উত্তর এর বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার সভাপতি কামরুল হাসান

সাধারন সম্পাদক ফয়সাল তালুকদার সাংগঠনিক সম্পাদক মুজাম্মেল হোসেন

প্রচার সম্পাদক শরিফ উদ্দিন,পৌর শাখার সভাপতি আব্দুল কুদ্দুস সাধারন সম্পাদক রুবেল রানা ও এইচ আই সুজন সাংগঠনিক সম্পাদক রায়হান প্রচার সম্পাদক আহসান উল্লাহ ও শাহদাত, আব্দুল খালেক, রাসেল,ইউছুফ, মাহবুব,আরিফ,এবং ভিবিন্ন নেতা কর্মীগন,

তাদের সবার একটাই দাবী ঈদে মিলাদুন্নবী সবাই এক হয়ে পালন করতে হবে যাতে নাস্তিক রা আমাদের রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম কে কোন ভাবে কুটুক্তি করতে  না পারে এবং ফ্রান্স এর পণ্য সকল কে বয়কট করার জন্য অনুরোধ জানান।

93 comments: