আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কিচক শাখায় ত্রি-বার্ষিক সম্মেলন - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

26 November, 2020

আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কিচক শাখায় ত্রি-বার্ষিক সম্মেলন



 মাহদী হাসান মুন, বগুড়া প্রতিনিধিঃ 


আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন কিচক শাখা (শিবগঞ্জ,বগুড়া)‘র ত্রি-বার্ষিক সম্মেলন বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে আবু সাঈদ এর সভাপতিত্বে ও তারিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।এতে আগামী ৩বছরের জন্য সভাপতি- আবু সাঈদ, সাধারণ সম্পাদক- শহিদুল ইসলাম  প্রামানিক, সহ-সভাপতি- শাহাদত হোসেন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক- তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ- আমিরুল ইসলাম, দফতর সম্পাদক- নবির উদ্দিন খাঁন, কার্যনির্বাহি সদস্য আব্দুল কাদের খাঁন করে একটি পূনাঙ্গ কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কিচক ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি বিশিষ্টি শিল্পপতি এবিএম নাজুমল কাদিক শাহজাহান চৌধুরী, জেলা সংগঠনের যুগ্নসম্পাদক সেলিম খন্দকার, সমাজকল্যাণ সম্পাদক জাহিদুল ইসলাম, ধর্মীয় সম্পাদক রাজু, কার্যকরি সদস্য দুলাল ড্রাইভার, কিচক ইউনিয়ন আ'লীগের সভাপতি মোশারফ হোসেন, ‌কিচক লেবার শ্র‌মিক‌নেতা ইয়াকুব আলী,কিচক মটরশ্রমিক বিশ্রামাগারের সাধারণ সম্পাদক হুমায়ন কবির সরকার। পরে দেশে করোনা উপর্সগ থেকে মুক্তি ও জনগনের কল্যানে দোআ মাহফিল,মিষ্টান্ন বিতরন করা হয়।

No comments:

Post a Comment