নভেম্বরে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

28 October, 2020

নভেম্বরে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



হাসান সোহান, স্টাফ রিপোর্টার, 


যমুনা নদীতে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় গোল চত্বরে এলাকা পরিদর্শন করেছেন। 


আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় গোল চত্বরে রেল সেতুর ভিত্তি প্রস্তরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ২৯ নভেম্বর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। এ কারণে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ডেডিকেটেড ডাবল লেনের রেলসেতু নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ হলে দুটো ট্রেন একসঙ্গে যেতে পারবে এবং ১শ কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করতে পারবে। তিনি আরো বলেন, আমাদের পরীক্ষিত বন্ধু জাপানের অর্থায়নে এ প্রকল্পটি জাইকা বাস্তবায়ন করছে। টেন্ডারসহ সমস্ত প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি।


মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হবে। এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত মুন্না, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেল বিভাগের মহা-পরিচালক মো. শামছুজ্জামান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মিহির কান্তি গুহ, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান, রাজশাহী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

31 comments:

  1. Very good news for North Bengal people

    ReplyDelete