হাসান সোহান,স্টাফ রিপোর্টার,
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা কর্তৃক ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ অভিযান পরিচালনা করেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ মোসাদ্দেক হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্স।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল ইসলাম, বিপিএম।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্বরের পশ্চিমে ঢাকাগামী বাস লেনের পাকা রাস্তার উপর থেকে একটি লিতু পরিবহন নামে যাত্রী বাহী বাসে অভিযান পরিচালনা করেন। উক্ত বাসে তল্লাশি করে যাত্রী হিসেবে আসামী মোঃ হাফিজ উদ্দিন (৩০) কে ১০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ গ্রেপ্তার করেন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৩-০৯৩৮।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সুত্রে জানা যায়, মোঃ হাফিজ উদ্দিন (৩০), ঠাকুরগাও জেলার রাণীশংকৈল থানার গোগর চৌরাস্তা গ্রামের মোঃ মনতাজ ওরফে মমতাজ উদ্দিন ছেলে।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা রুজু করা হয়েছে।
No comments:
Post a Comment