মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ ২০অক্টোবর( মঙ্গলবার) সকালে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে ভিডিও কলে (Zoom) উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিসার মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক ( প্রশাসন ও অর্থ) রোকসানা আক্তার প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে (Zoom) সংযুক্ত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, সরকারি কলেজের সহকারী অধ্যাপক খান শফিউল্লাহ, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বল্টু এবং শ্রীপুর ইউনিয়নের মহিলা মেম্বার নাজমা সুলতানা। অনুষ্ঠানে বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার ও শিক্ষা, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়।
Good Job
ReplyDelete