মইনুল ইসলাম মিশুক, হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় চার বছরের সাজাপ্রাপ্ত ১৬ মাদক মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে (৪০) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন থানায় মাদক, অস্ত্র, ডাকাতি ও মারামারির ১৬টি মামলা রয়েছে। শুক্রবার ভোরে পুলিশের বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় ঘারমোড়া গ্রামের তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের মোঃ আবদুল মালেকের ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জসীমকে ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় শুক্রবার ।মাদক মামলায় আবারও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আজকের মাদক মামলাসহ অস্ত্র, ডাকাতির ও মারামারি মাট ১৬টি মামলা রয়েছে।
No comments:
Post a Comment