হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদ জানায় এলিট সোসাইটি সংগঠন - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

27 October, 2020

হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদ জানায় এলিট সোসাইটি সংগঠন


 মোঃসাখাওয়াত হোসাইন

থানার প্রতিনিধি শাহরাস্তি চাঁদপুর


ফ্রান্সের রাষ্ট্রীয় অর্থায়নে সংবাদপত্রে হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে

 "এলিট সোসাইটি দোয়াভাঙ্গা"স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।


 মঙ্গলবার বিকাল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ সময় বক্তব্য রাখেন, এলিট সোসাইটি দোয়াভাঙ্গা'র কার্যকরী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, জাবের মাহমুদ,নাজমুল হক, মেহেদী হাসান ইন্জিনিয়ার, মানবাধিকার কর্মী মোহাম্মাদ রায়হান শিহাব সহ আরও অনেকে।


প্রতিবাদ জানিয়েছেন রোটারিয়ান মাহবুব অালম চৌধুরী। 


বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং ফ্রান্সের পণ্যবর্জন করতে অনুরোধ করা হয়েছে। 


তারা বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।।

4 comments: