হোমনায় পানিতে ডুবে শিশু আয়ানের মৃত্যুতে ইউএনও রুমন দে'র শোক বার্তা - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

21 September, 2020

হোমনায় পানিতে ডুবে শিশু আয়ানের মৃত্যুতে ইউএনও রুমন দে'র শোক বার্তা

 

মইনুল ইসলাম মিশুক:

কুমিল্লা, হোমনা- শ্রীমদ্দি গ্রামের টেকপাড়ার বারেক মিয়ার নাতি, তারেক মঙ্গলের একমাত্র ছেলে দেড় বছর বয়সের আয়ানের পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পেয়ে ইউএনও হোমনা এক শোক বার্তায় জানিয়েছেন। আয়ান ২০ সেপ্টেম্বর দুপুর আড়াইটার সময় পানিতে ডুবে মৃত্যুবরণ করে।


এই করুণ মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা পৃথিবীর কোন ভাষাতেই নাই। এই শোক বিশাল। এই শোক সইবার শক্তি তারেক মঙ্গল ও তার পরিবারকে সৃষ্টিকর্তা দিবেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

66 comments:

  1. অনেক কষ্টকর বিষয়

    ReplyDelete