নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন"- বললেন এমপি- মানু মজুমদার - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

17 August, 2020

নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন"- বললেন এমপি- মানু মজুমদার

তানজিনা আক্তার রুবি, নেত্রকোণা প্রতিনিধি :
নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহিত করুন এইশ্লোগানকে প্রতিপাদ্য হিসেবে রেখে ১৬ আগস্ট কলমাকান্দা দূর্গাপুরের ও কলমাকান্দা -১ আসনের    মাননীয় সাংসদ  মানু মজুমদার মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু পাঠাগারে বঙ্গবন্ধুর জীবনী ও পাঠাগারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


  বিকাল ৪ ঘটিকায় কলমাকান্দা স্টেডিয়াম রোডে বঙ্গবন্ধু পাঠাগারে 

সংগঠনের  সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু’র সভাপতিত্বে ও পাঠাগারের সাধারন সম্পাদক  পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও স্থানীয় এমপি মানু মজুমদার। 


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলমাকান্দা  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, সহসভাপতি সুলতান গিয়াস উদ্দিন, পাঠাগারের সহসভাপতি সুকুমার সরকার, আওয়ামী লীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী তালুকদার, ইসলাম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও পাঠাগারের সদস্য আব্দুল আজিজ, মাসুদ কবীর প্রমুখ।

1 comment: