নরসিংদী জেলার মনোহরদী থানার শুকুন্দী ইউনিয়নের শুকুন্দী ঝালখালী গ্রামের হত-দরিদ্র এক পরিবারের সন্তান মোঃ নাজমুল ইসলাম। বয়স আনুমানিক ১৪ কিংবা ১৫ হবে।যে বয়সে তার দূরন্তপনায় ব্যস্ত থাকার কথা সেখানে সে তার মাথায় বয়ে বেড়াচ্ছে তার মাথা সমান এক টিউমার।
জন্ম থেকে তার মাথার টিউমারটি ছিল। তার বাবা মোঃ জামাল সামান্য এক রাইস মিলের দিনমজুর। আর এ চরম অর্থনৈতিক সংকটে তাদের দু- বেলা দুমুঠো ডাল ভাত খেয়ে থাকাটাই যেখানে দুঃসহ ব্যাপার সেখানে তার চিকিৎসা করানোর কথা ভাবলে ও আর সম্ভব হয় নি। তার হতদরিদ্র মা - বাবা এক্ষেত্রে নিরুপায়।
তার মাথায় একটি অতি অস্বাভাবিক টিউমার যা দিনে দিনে বিরাট আকার ধারন করছে। কিছু দিন আগে এলাকার ই কিছু পরোপকারি মানুষ তাকে নিয়ে ঢাকার নিউরো হাসপাতালে যায় তার চিকিৎসা করানোর জন্য। বিভিন্ন পরিক্ষা নীরিক্ষা করার পর ডাক্তার বলেছেন টিউমারটা কেটে ফেলে দেয়া সম্ভব।
তার জন্য প্রায় এক লক্ষের মত টাকা লাগবে। কিন্তু তার হতদরিদ্র বাবার পক্ষে এত টাকা টাকা ব্যাবস্থা করা সম্ভব নয়।
সমাজের বিত্তবান যারা আছে তাদের নিকট এক লক্ষ টাকা কোন বিষয়ই নয়।তাই নাজমুলের দরিদ্র পিতা মোঃ জামাল সমাজের মানুষের কাছে তার ছেলের জন্য সাহায্য চেয়েছেন।
নাজমুলের সাথে কথা বলে জানা যায় তার বেঁচে থাকার তীব্র অনুনয়।সে সমাজের অনান্য আট - দশটা মানুষের মত সাধারণ জীবন- যাপন করতে চায়।
সমাজের কয়েকটা মানুষ যদি তার দিকে মুখ তুলে চায় তাহলে তার মাথা থেকে এই বোঝাটা নামানো সম্ভব।#সাহায্য_আবেদন
ছেলেটি আমাদের গ্রামের দিনমজুর মোঃ জামালের। তার মাথায় একটি অতিঅস্বাভাবিক টিউমার যা দিনে দিনে বিরাট আকার ধারন করছে। কিছু দিন আগে এলাকার ই কিছু পরউপকারি মানুষ তাকে নিয়ে ঢাকার নিউরো হসপিটালে যায় তার চিকিৎসা করানোর জন্য। বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা করার পর ডাক্তার বলেছেন টিউমারটা কেটে ফেলে দেয়া সম্ভব। তার জন্য প্রায় লাখ টাকা লাগবে। কিন্তু ছেলের বাবার পক্ষে ১০০০/- টাকাও ব্যাবস্থা করা সম্ভব নয়। বিধায় মানুষের কাছ থেকে সাহায্য ছাড়া তার এই টিউমার অপরাশন করা সম্ভব নয়। আমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই তবেই তার মাথা থেকে এই বুঝাটা নামানো সম্ভব।
#যোগাযোগের_ঠিকানা:
যারা সাহায্য করতে চান, তারা মোঃ শফিকুল ইসলামের মুদি দোকানে সরাসরি যোগাযোগ করতে পারেন।
(নারান্দী বাসষ্ট্যান্ড, মনোহরদী,নরসিংদী)
অথবা,যারা ফোনে যোগাযোগ করতে চান
তারা নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ নম্বর
০১৭৪৩৯৫৫৭২১
০১৭৯৯২৭৪১৬০.
Good
ReplyDelete