মোঃ রফিকুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি:
গতকাল আনুমানিক দুপুর ১ঃ১০ মিনিটে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে এসে মোঃ সোহেল মিয়া (২২) পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান।
সোহেলের নিজ গ্রাম নরসিংদী জেলা,মনোহরদী উপজেলা, চরমান্দালীয়া ইউপি,মজিদপুর।
তার পিতা মোঃ কাদির মাতা মোছাঃ কমলা বানু। মোঃসোহেল ছিলেন পরিবারের বড় ছেলে।
মোঃ সোহেল মিয়া ঢাকা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ।
পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক ১২ টার দিকে গোসল করার জন্য বাড়ি থেকে বন্ধুদের সাথে বের হয়
সোহেলের সাথে আরও সাতজন গোসল করার জন্য আসছিল।
তাদের সাথে কথা বলে জানা যায় যে, তারা মাস্টারবাড়ি ব্রীজ থেকে সাতার দেয় চরগোহালবাড়িয়া পাটার ঘাটের উদেশ্যে। পাটার ঘাটের কাছাকাছি আসার পর হঠাৎ করে মোঃসোহেল মিয়া পানির নিচে চলে যায়। তারপর থেকে তাকে আর পাওয়া যায় নি।
স্হানীয় এলাকাবাসী পানিতে ডুবে খোঁজেছেন।কিন্তু কেউ সোহলের সন্ধান পায় নি।
আজ সোমবার সকাল ৯.৩০ মিনিটে নিখোঁজ হওয়া স্থান থেকে ১.৫ কিমি দুরে ভাসমান অবস্থায় সোহেলের লাশ পাওয়া যায়।
স্হানীয় প্রশাসন জানান অতিদ্রুত লাশটি উদ্ধার করা হবে।
No comments:
Post a Comment