প্রেস ব্রিফিংয়ে কখনো পরিচয় দেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব, কখনো উপসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। আবার নিজেকে দাবি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। বর্তমানে আওয়ামীলীগের সদস্য। নাম বলে থাকেন শেখ আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগঞ্জ। দুটি ফেসবুক আইডিতে ভিন্ন ভিন্ন পরিচয় প্রদান করেন। পরিধান করেন মুজিব কোট এবং নৌকার ব্যাজ। আর এই পরিচয় ব্যবহার করে সম্পর্ক তৈরি করেন মানুষের সাথে। তার প্রকৃত নাম পরিচয় হল শরিফ উদ্দিন, পিতা- ওয়াজেদ আলী, বাড়ি-নেত্রকোনা। পড়াশোনা করেছেন এইচ এস সি পর্যন্ত (ভোকেশনাল)। পুলিশের কাছে আটকের পর প্রথমে পরিচয় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব। পরে জিজ্ঞাসাবাদে জানান কিছুদিন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে তিনমাস পিয়নের কাজ করতে গিয়ে বহিস্কৃত হয়েছেন। বর্তমানের সে ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে আসছেন। এমনকি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের ছবি এডিটিং করে সেটাও প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করেছেন।
মইনুল ইসলাম মিশুক: হোমনা, কুমিল্লা;
Good
ReplyDeleteGood
ReplyDelete