মোহাম্মাদ সাখাওয়াত হোসাইন,
থানা প্রতিনিধি শাহরাস্তি চাঁদপুর:
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আলেমেদ্বীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য 'শায়খ আল্লামা নুরুল ইসলাম ফারুকী(রহ.)'র ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের পূর্ব ঘোষিত দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিবসের কার্যক্রম; বৃক্ষ বিতরণ কর্মযজ্ঞ পালিত হয়েছে।
এ ব্যাপারে ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের সম্মানিত সভাপতির নিকট জানতে চাইলে তিনি বলেন "শাইখ নুরুল ইসলাম ফারুকী(রহ.)'র ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে, তাঁর হত্যার বিচারের দাবীতে আমরা মানববন্ধন, স্মরণ সভার পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছি এবং তা বাস্তবায়ন স্বরূপ অত্র উপজেলার উয়ারুক, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া, কালিবাড়ী, ঠাকুর বাজারে শতাধিক বৃক্ষ বিতরণ করেছি।
বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই ফারুকী প্রেমে উদ্বুদ্ধ হয়ে,দেশপ্রেমে উদ্যমী হয়ে আমরা এগিয়ে চলছি। আল্লাহ যেন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি কে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন।
nice
ReplyDeletenice
ReplyDeleteNice
ReplyDeleteGood
ReplyDeleteNice
ReplyDeleteNice
ReplyDeleteNc
ReplyDeleteGood
ReplyDeleteGd
ReplyDeleteNice
ReplyDelete