মোঃ সাইফুল ইসলাম : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া সদর বাজার মার্কেটে মধ্যরাতে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় আরাই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। সোমবার আনুমানিক রাতে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। জানা গেছে, উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ব্র্রাহ্মণপাড়া সদর বাজার মার্কেটের ব্যবসায়ীরা ধারণা করছে যে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে কনফেকশনারি, কাপড়ের দোকান, চাল ও গরুর খাবারে দোকান, কসমেটিক্স দোকান এবং হোটেলসহ ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন ও তদন্ত মো: জাকির হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা বুড়িচং ফায়ার সার্ভিসের টিমকে খবর দেয়। বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের দল আমাদের এপ্রতিনিধিকে জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।
24 August, 2020

ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে ১১ দোকান পুরে নগদ অর্থসহ আরাই কোটি টাকার ক্ষতি
Tags
# জেলা সংবাদ
Share This
About আলোর পথ
জেলা সংবাদ
ট্যাগ
জেলা সংবাদ
Subscribe to:
Post Comments (Atom)
আলোর পথ সম্পর্কে
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল আলোর পথ। সকলের সহযোগিতা নিয়ে দেশের মানুষের নিকট সঠিক তথ্য পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে আলোর পথ টিম।
Good
ReplyDelete