মাদারীপুরে গাছবাড়িয়ামোঃ এলাকার আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত প্রায় ১০ জন - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

14 August, 2020

মাদারীপুরে গাছবাড়িয়ামোঃ এলাকার আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত প্রায় ১০ জন

মোঃএনায়েত হোসেন

,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর জেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের রক্ত খই সংঘর্ষে নিহত ১ আহত ১০ জন। এসময় উভয় পক্ষের বহু বাড়ি ঘর লুট পাট হয়।

পুলিশ সূএে জানা যায়। মাদারীপুর সদর জেলার আওয়ামীলীগের দপ্তর সন্পাদক মোঃ লাভলু তালুকদার ও​ মাদারীপুর সদর উপজেলার সহসভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান​ মজিবুর রহমানের দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে।


এই বিরোধের জের ধরেই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ ছরিয়ে পরে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর মধ্যে লাভলু তালুকদারের লোকজন এর বিপক্ষের লুৎফর হাওলাদার (৪৫) নামের একজনকে ধরে নিয়ে এলো পাথারি কুপিয়ে জখম করলে লুৎফর হাওলাদার ঘটনা স্থলেই মারা জান।


মাদারীপুর জেলা সদর মডেল থানার ওসি জনাব মোঃ কারুল হাসান জানান​ গাছবারিয়া এলাকার ইদ্রিস হাওলাদারের লুৎফর হাওলাদার। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ। এবং এলাকায় পুলিশ সতর্ক অবস্হায় রয়েছে।

No comments:

Post a Comment