মাদারীপুর জেলায় নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭৪ জন মৃত্যু ১৭ জন।
মোঃএনায়েত হোসেন, মাদারীপুর জেলা প্রতিনিধি:
করোনায় মাদারীপুর জেলার ৪ টি উপজেলায় ভয়াবহ রুপধারণ করেছে। প্রতিদিন করোনায় আক্রান্ত রুগির সংখ্যা একটু কম হলে ও করোনায় আক্রান্তের সংখ্যা থেমে নেই । অপর দিকে সরকারি সংবাদে জানা যায় মাদারীপুর সদর জেলা সহ ৪ উপজেলার লকডাউন তুলে নিয়ে সমস্ত দোকান পাট, ব্যাবসা-বাণিজ্য সকাল থেকে সন্ধ ৭ টা পর্যন্ত খোলা থাকবে। অপর দিকে মাদারীপুর সদর জেলায় করোনায় উপসর্গ নিয়ে মৃতু বরণ করে ৩ জন রাজৈর উপজেলায় ৭ জন কালকিনি উপজেলায় ৪ জন ও শিবচর উপজেলায় ৩ জন।
মাদারীপুর সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম জানান, মাদারীপুর জেলায় করোনা সনাক্ত উপকরণ পর্যাপ্ত না থাকায় আমরা ঠিকমত সাস্থ্য সেবা দিতে পারছিনা। সবচেয়ে বড় সমস্যা হল মাদারীপুর জেলার ৪ উপজেলার সকল নমুনা ঢাকায় পাঠিয়ে টেস্ট রিপোর্ট হয়ে আসতে অনেক সময় সাপেক্ষ। যদি মাদারীপুর জেলায় করোনার টেস্ট করার ল্যাব হলে হয়তো আমাদের এতো সমস্যায় পড়তে হতো না। কোন কোন সময় দেখা যায় রুগির দেয়া ঠিকানা ছেড়ে পালিয়েছেন। যদি আরো দ্রত টেস্ট রিপোর্ট পাওয়া যায় তাহলে স্বাস্থ্য সেবা আরো নিশ্চিত করা যেতো।
কমিউনিস্ট পার্টির উদ্যোগ মাদারীপুর সদর জেলায় ৫ দফা আদায়ের লক্ষে এক মানববন্ধন ও র্যালি আয়োজন করা হয়। লেকভিউ সড়ক থেকে শুরু করে পুরান বাজার এসে শেষ হয়। এর পর তারা সরকারের কাছে দাবি জানান, মাদারীপুর সদর সহ ৪ টি উপজেলার জনসাধারণের করোনা টেস্ট দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, করোনার টেস্ট ল্যাব দিতে হবে। পর্যাপ্ত পরিমানে টেস্ট কিট দিতে হবে, এছাড়া ও মাদারীপুর জেলার ২২ ইউনিয়নের সকল জনসাধারণের সাস্থ্য সুরক্ষা নিশ্চচিত করতে হবে বলে দাবি তুলে ধরনের।
এসময় বক্তব্য রাখেন মাদারীপুর জেলার রিস্কা শ্রমিক সভাপতি জনাব মোঃসারোয়ার হোসেন মোল্লা, কমিউনিস্ট পার্টির অন্যান্য ব্যাক্তি গন।
No comments:
Post a Comment