জাহিদুল ইসলাম রনি, গাজীপুর সদর প্রতিনিধিঃ
আজ ১৬ জুলাই,২০২০ গাজীপুর জেলার কোনাবাড়ি জরুন এলাকায় স্থানীয় অভিযোগের প্রেক্ষিতে কোনাবাড়িশাহীন ক্যাডেট একাডেমীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন মনিষা রানী কর্মকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।
স্থানীয় সোর্স মারফত জানা যায় যে স্কুলে বাইরে থেকে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে বাচ্চাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়া হচ্ছে । শুনে তৎক্ষনাৎ ছুটে গেলে তারা অপরাধ স্বীকার করেন এবং সরকারী নির্দেশ অমান্য করার দায়ে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাদের ২০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পরবর্তীতে এ অপরাধ না করেন সে সতর্কীকরণ করা হয়। এসময় স্থানীয়রা জানান গাজীপুরের বিভিন্ন এলাকায় লুকিয়ে লুকিয়ে কোচিং সেন্টার ও স্কুল চালু রাখা হচ্ছে। এতে তাদের মাঝে করোনাভীতি বেড়েই চলেছে।
এ অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও পুলিশ সদস্যগন সহযোগীতায় ছিলেন।
সূত্রঃ জেলা প্রশাসক,গাজীপুর।
No comments:
Post a Comment