জাহিদুল ইসলাম রনি, গাজীপুর সিটি প্রতিনিধি:
আজ ১৪/০৭/২০২০ তারিখ গাজীপুর সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের শিমুলতলী এলাকায় গাজাসহ আটক ২৪ নং ওয়ার্ডের চতর বাজারের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে পান্নাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ৬ মাস বিনা শ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় তার কাছে থাকা গাজা, মোবাইল ও মানিব্যাগ জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট জিম্মায় দেওয়া হয়। এসময় স্থানীয়দের নিকট থেকে জানা যায় পান্না চতর,শিমুলতলী এলাকায় চুরি, ছিনতাই ও মাদক বিক্রয়সহ নানাবিধ কুকর্মের জড়িত।
এছাড়া, অত্র এলাকায় দন্ড বিধি, ১৮৬০ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ২জনকে ১৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।
সুত্রঃ ডিসি_গাজীপুর।
No comments:
Post a Comment