গাজীপুরে তুরাগ নদী ও পরিবেশ দূষণ বিরোধী অভিযান। - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

14 July, 2020

গাজীপুরে তুরাগ নদী ও পরিবেশ দূষণ বিরোধী অভিযান।

জাহিদুল ইসলাম রনি, গাজীপুর সিটি প্রতিনিধি। 

আজ মঙ্গলবার ১৪/০৭/২০২০ খ্রি: তারিখ গাজীপুর জেলার টঙ্গীর সিলমুন এলাকায় তুরাগ নদী ও পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে দক্ষিণ শিলমুণ, টঙ্গী, গাজীপুর এ অবস্থিত গ্রিন টাচ ফ্যাশন কে ইটিপি ছাড়া ওয়াশিং কার্যক্রম পরিচালনা করে তুরাগ নদী দূষণ করায় ২০০০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য পূর্বক সম্পূর্ণ আদায় করা হয়।এছাড়া স্মার্ট ডিজাইন নামক আরেকটি ওয়াশিং কারখানা বাইপাস লাইনের মাধ্যমে ওয়াশিং এর দূষিত বর্জ্য নির্গমন করে তুরাগ নদী দূষণ করায় ১০০০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়। এছাড়া একই এলাকার নিবিড় (পপুলার) ওয়াশিং, রূপসী ওয়াশিং, ফ্যাশন ডিজাইন ওয়াশিং, হোয়াইট হাউজ ওয়াশিং নামক চারটি ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেয়া হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।

উক্ত অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ এবং ডেসকো (টঙ্গী) এর কর্মকর্তাগণ।

No comments:

Post a Comment