এম বি এ মাসুম
------------------------------------------
আজ দূর আকাশে তারার সাথে
মিথ্যে কিছু গল্প বানিয়ে,
ইনিয়ে বিনিয়ে সুখের কথা বলবো।
চাঁদের আলো, জোছনার মাঝে!
মধ্য রাতের সাতার কাটবো।
নীল পরী, লাল পরী,
ললাটে তাদের বেগুনী রংয়ের,
টিপ পরিয়ে জোছনায় বেলকী বাজি করবো।
শেষ রাতে ঐদূর আকাশে,
চির চির চিরল দাঁতের হাসিতে,
ঐশূন্যতা মাঝে বিলিয়ে দিবো।
সকাল সাজে লাল কচকচে,
চোখ দুটো কচলাতে কচলাতে
মাটির বুকে নেমে আসবো।
স্বপ্নগুলো, স্বপ্নই থেকে যাবে
নিদারুণ কষ্ট বুকে চেপে,
জাগতিক প্যারার মাঝে!
ধইন্যতাকে সাথী করে..
আরো নতুন কোন?
গল্প বানাবো..।
No comments:
Post a Comment