তানজিলা আক্তার রুবি, নেত্রকোনা প্রতিনিধি:
এক দিকে বর্ষা আর অন্য দিকে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলায় । প্রতিনিয়ত পানি বন্দি হয়ে আছে শত শত পরিবার। তার মধ্যে দূর্গাপুর উপজেলার বুকে বয়ে গেছে কংস নদী। যার ফলে বন্যায় প্লাবিত হয়েছে বেশি, পানির জন্য বের হতে পারে না সাধারণ মানুষ। রবিবারও সোমবারে সে বন্যার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী ঝুমা ও নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম । দূর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান ও ভাদুয়া এলাকা পরিদর্শন করেন এবং হতদরিদ্রদের মাঝে শুকনা খাদ্য সামগ্রী তোলে দেন।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম , গাঁওকান্দিয়া ইউপি চেয়ারম্যান ও প্রমূখ।
নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন , দূর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার শতশত পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। এ সব এলাকা পরিদর্শন করে তাদের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তিনি আর বলেন,
উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা বলেন, আমি শুধু চেয়ারম্যান হিসাবে না এলাকার মেয়ে হিসাবে বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবো, থাকতে চাই। পানি যদি বেড়ে যায় তাহলে তাদের বন্যার আশ্রয় কেন্দ্রের নেওয়া হবে এবং তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
ইউপি চেয়ারম্যানরা জানান, এই বর্ষায় একাধরে বৃষ্টি হওয়ায় পানি ক্রমান্বয়ে বেড়েই চলেছে হাওর এলাকায় ঘরের ভিতর পানি ঢুকে যাচ্ছে। তবে এভাবে পানি বাড়তে থাকলে মানুষ বিপাকে পড়ে যাবে। তাছাড়া বৃষ্টি কারণে রাস্তাঘাট বেহাল দশা হয়েছে।
No comments:
Post a Comment